
প্রভাতী ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরো ৭ হাজার ৬২৬ জনকে শনাক্ত করা হয়েছে। গতকালও অতীতের রেকর্ড ভেঙে ৭ হাজার ২১৩ জনের করোনা শনাক্ত হয়। আজ সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড হলো। এটিই এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্ত। মোট শনাক্ত হয়েছেন ছয় লাখ ৫৯ হাজার ২৭৮ জন।
এ নিয়ে টানা চতুর্থ দিন দৈনিক ৭ হাজারের বেশি রোগী শনাক্ত হলো। গত ৪ মার্চ সাত হাজার ৮৭ জন ও ৫ মার্চ সাত হাজার ৭৫ জন শনাক্ত হয়েছিল।
একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৬৩ জন। গতকাল ৬৬ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে করোনায় মারা গেছেন ৯ হাজার ৪৪৭ জন।
বুধবার(৭ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৩৪ হাজার ৬৩০টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও ৭ হাজার ৬২৬ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২.০২ শতাংশ।
মার্চের শুরু থেকেই দেশে পুনরায় করোনার সংক্রমণ বাড়তে থাকলেও গত দুই সপ্তাহ ধরে তা দ্রুত গতিতে বাড়ছে। গত ২৬শে মার্চ শনাক্তের হার ছিল ১৩.৬৯ শতাংশ। ২৭ মার্চ তা বেড়ে ১৪.৯০ শতাংশ, ২৮ মার্চ ১৭.৬৫ শতাংশ, ২৯ মার্চ ১৮.৩৮ শতাংশ, ৩০ মার্চ ১৮.৯৪ শতাংশ, ৩১ মার্চ ১৯.৯০ শতাংশ, ১ এপ্রিল ২২.৯৪ শতাংশ, ২ এপ্রিল ২৩.২৮ শতাংশ, ৩ এপ্রিল ২৩.১৫ শতাংশ, ৪ এপ্রিল ২৩.০৭ শতাংশ, ৫ এপ্রিল ২৩.৪০ শতাংশ এবং গতকাল ২১.০২ শতাংশে দাঁড়ায়।
আজসহ টানা এক সপ্তাহ যাবৎ গড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা ৫৭। গত ১লা এপ্রিল মারা গেছেন ৫৯ জন, ২রা এপ্রিল ৫০ জন, ৩রা এপ্রিল ৫৮ জন, ৪ঠা এপ্রিল ৫৩ জন, ৫ই এপ্রিল ৫২ জন ও গতকাল মারা গেছেন ৬৬ জন।