Search

শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে সন্ধ্যা ৬টার পর ঔষুধের দোকান ও কাঁচাবাজার ছাড়া সব বন্ধ থাকবে

এম. জিয়াউল হক: করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় চট্টগ্রামে সন্ধ্যা ৬টার পর থেকে সব খাবার হোটেল-রেস্টুরেন্ট ও মার্কেট বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। শুক্রবার (২ এপ্রিল) গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি করোনা সংক্রমণ তীব্র আকার ধারণ করেছে এবং চট্টগ্রাম জেলা করোনা ভাইরাসের একটি সর্বোচ্চ সংক্রমণশীল জেলায় পরিণত। এ জেলার মানুষের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে জরুরি ওষুধের দোকান, কাঁচাবাজার ও মুদি দোকান ব্যতীত সব হোটেল, রেস্তোরাঁ, শপিংমল, বিপণিবিতান আগামী ১৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টার পর বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হলো। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা হবে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, করোনা সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত চট্টগ্রামে সবচেয়ে বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন শুক্রবার। এদিন সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ৫৩৫টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ৫১৮ জন। এর আগে গত বছরের ২৯ জুন চট্টগ্রামে সর্বোচ্চ ৪৪৫ জন শনাক্ত হন।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print