শুক্রবার, ১৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

শুক্রবার, ১৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ শুক্রবার, ১৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

সমুদ্র সৈকতসহ কক্সবাজারের সব পর্যটন কেন্দ্র ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা !

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার সমুদ্র সৈকতসহ সব পর্যটন কেন্দ্র দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১লা এপ্রিল) রাতে কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মো. মামুনুর রশীদ বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসন থেকে জানানো হয়, বৃহস্পতিবার মধ্যরাত থেকে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত কক্সবাজার জেলার সব পর্যটন স্পট ও বিনোদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকবে।

এদিকে, ঘোষণা দেওয়ার আগেই বৃহস্পতিবার বিকেল থেকে পর্যটকদের সৈকতে নামতে বাঁধা দেওয়া হয়।
কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা জানান, সরকারের জারি করা ১৮ নির্দেশনা বাস্তবায়নে সৈকতে পর্যটক সমাগম সীমিত করার জন্য কাজ চলছে।

বৃহস্পতিবার থেকে পর্যটন স্পট বন্ধের সিদ্বান্ত নেওয়া হয়েছে। এ সিদ্বান্ত বাস্তবায়নে এরই মধ্যে সৈকতের সব প্রবেশদ্বার বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসনের একাধিক ভ্রাম্যমাণ আদালত সরকারি নির্দেশনা বাস্তবায়নে কাজ করবেন।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print