Search

রবিবার, ২১শে সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ২১শে সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ২১শে সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

ভোরে লোহাগাড়া থেকে আটক যুবক রাতে রামুতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত

প্রভাতী ডেস্ক : কক্সবাজারের রামু উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম দেলোয়ার হোসেন (২৮)।

পুলিশের দাবি, নিহত দেলোয়ার মাদক ব্যবসায়ী। তিনি টেকনাফ উপজেলার উত্তর জালিয়াপাড়া গ্রামের কালা মিয়ার ছেলে। এ সময় ঘটনাস্থল থেকে প্রায় চার লাখ পিস ইয়াবা, একটি পিস্তল, চার রাউন্ড গুলি এবং একটি গুলির খোসা উদ্ধার করা হয়।

বুধবার (৩রা মার্চ) রাত ৮টার দিকে রামুর রাবারবাগান এলাকায় এ ঘটনা ঘটে। চট্টগ্রামস্থ র‌্যাব-৭-এর কর্মকর্তা মেজর মুশফিক জানান, বুধবার ভোরে দেলোয়ার হোসেনকে চট্টগ্রামের লোহাগাড়া থেকে গ্রেফতার করা হয়।

এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে রাতে তাকে নিয়ে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ির রাবারবাগান এলাকায় অভিযানে যায় র‌্যাব।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ইয়াবা কারবারীরা গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে পালাতে গিয়ে দেলোয়ারের গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

রামু থানার ওসি আজমিরুজ্জামান জানান, র‍্যাব সদস্যরা রাতে গুলিবিদ্ধ একটি মরদেহ থানায় হস্তান্তর করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print