Search

সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই সফর ১৪৪৭ হিজরি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বর্ষীয়ান রাজনীতিবিদ এইচ টি ইমাম আর নেই

প্রভাতী ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৪ঠা মার্চ) দিবাগত রাত ১.২৩ মিনিটে তিনি ইন্তেকাল করেন।

এইচ টি ইমামের বয়স হয়েছিল ৮২ বছর। তিনি কিডনির জটিলতাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মাসখানেক ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া দলের উপদেষ্টা পরিষদের সদস্য গণমাধ্যমকে এইচ টি ইমামের মৃত্যুর খবর জানিয়ে বলেছেন, জানাজা ও দাফনের বিষয়টি পরে জানানো হবে।

এর আগে এইচটি ইমামের ছেলে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য তানভীর ইমাম বলেন, বাবা হাসপাতালে ভর্তি আছেন। তার চিকিৎসা চলছে। আপনাদের সবার কাছে বাবার জন্য দোয়া প্রার্থনা করি।

জানা যায়, ২০০৯ সাল থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন এইচটি ইমাম। প্রথমে তিনি প্রশাসনিক উপদেষ্টা ছিলেন। মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করা এইচটি ইমাম ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করেন । গত তিনটি নির্বাচনে তিনি আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটিতেও ছিলেন।

এইচ টি ইমামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print