Search

শনিবার, ১৫ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

শনিবার, ১৫ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার, ১৫ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্থগিত নির্বাচন ২৭ জানুয়ারি

প্রভাতী ডেস্ক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্থগিত নির্বাচন ২৭শে জানুয়ারি অনুষ্ঠিত হবে। এছাড়া ৩য় ধাপের ৬৪টি পৌরসভার নির্বাচন ৩০ জাুনয়ারি।

সোমবার (১৪ই ডিসেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর এ তফসিল ঘোষণা করেন।

ইসির সিনিয়র সচিব মো. আলমগীর জানান, নির্বাচন হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। প্রত্যেকটি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট হবে। মেয়র প্রার্থী ছাড়া অন্য প্রার্থীদের নতুন করে মনোনয়ন নেয়ার কোনো সুযোগ নেই। শুধু সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৭ এবং ৪০ নম্বর ওয়ার্ডের প্রার্থীর মৃত্যুজনিত কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে (নতুন প্রার্থীদের) মনোনয়নপত্র দাখিল করা যাবে। ইসি তাদের সময় দেবে। তবে যারা ইতোমধ্যেই মনোনয়নপত্র দাখিল করছেন তাদের আর দিতে হবে না।

উল্লেখ্য ২০১৫ সালের ২৮শে এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন হয়। ওই নির্বাচিত প্রতিনিধিদের মেয়াদ শেষ হয় গত ৫ই আগস্ট। নির্বাচনী আইন অনুযায়ী, ৫ আগস্টের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা ছিল। সে হিসাবে ইসির সিদ্ধান্ত অনুসারে ২৯ মার্চ এই সিটির ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারীর কারণে নির্বাচন স্থগিত করা হয়।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print