Search

শনিবার, ১৫ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

শনিবার, ১৫ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার, ১৫ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি

কুষ্টিয়ায় রাতের আঁধারে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে দিল দূর্বৃত্তরা !

প্রভাতী ডেস্ক : কুষ্টিয়ায় রাতের আঁধারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার(৪ঠা ডিসেম্বর) রাতের কোনো এক সময় পৌরসভার ৫ রাস্তার মোড়ে নির্মাণাধীন ভাস্কর্যের ডান হাত, মুখমণ্ডল ও বাম হাতের কিছু অংশ ভেঙে দেয় দুর্বৃত্তরা।

শনিবার সকালে বিষয়টি নজরে আসার পর আওয়ামী লীগ, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ-মিছিল করেন।

কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী জানান, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী গোষ্ঠী, যারা বঙ্গবন্ধুকে মানতে পারে না তারাই এ ঘটনা ঘটিয়েছে।

কুষ্টিয়া পৌরসভার প্রধান প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, ভাস্কর্যটির নির্মাণ কাজ প্রায় ৭৫ শতাংশ শেষ হয়েছে। ভাঙার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভির আরাফাত বলেন, ‘সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।’

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print