
নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীতে এক গৃহবধূর সাথে আবারো মধ্যযুগীয় কায়দায় বর্বরতার ঘটনা ঘটেছে।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে বিবস্ত্র করে শ্লীলতাহানি ও নির্যাতন করেছে দুর্বৃত্তরা। সম্প্রতি উপজেলার একলাশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। রবিবার (৪ঠা অক্টোবর) বিষয়টি প্রকাশ্যে আসে।
জানা গেছে, ২০-২৫ দিন আগে স্থানীয় দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার, বাদল, কালাম ও আবদুর রহিমসহ পাঁচজন যুবক ওই গৃহবধূকে নির্যাতন করে। এ ঘটনায় আবদুর রহিমকে আটক করেছে বেগমগঞ্জ থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ২১ দিন আগে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুর ইসলামের বাড়িতে এ নির্যাতনের ঘটনা ঘটে। এর আগে থেকে স্থানীয় বখাটে দেলোয়ার হোসেন, বাদল, কালাম ও আবদুর রহিম ভিকটিম সুন্দরী মহিলাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এক পর্যায়ে তিনি রাজি না হওয়ায় রাতে ঘরে ঢুকে তার ওপর পৈশাচিকতা চালায় এবং এর ভিডিওচিত্র ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেয়।
জানা গেছে, ওই গৃহবধূকে বিবস্ত্র করে তাকে মারধর করে অভিযুক্তরা। এসময় গৃহবধূ চিৎকার করলেও বন্ধ হয়নি নির্যাতন।
এদিকে এ ঘটনার একটি ভিডিও জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আলমগীর হোসেনের নজরে আসলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।
এসপি আলমগীর হোসেন জানান, পুলিশ নির্যাতিতাকে তার বাবার বাড়ি থেকে সন্ধ্যায় উদ্ধার করেছে। তিনি জানিয়েছেন, ২০-২৫ দিন আগে ঘটনাটি ঘটে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতারের জন্য পুলিশের পাঁচটি ইউনিট অভিযান চালিয়ে যাচ্ছে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুন অর রশিদ চৌধুরী বলেন, তাৎক্ষণিকভাবে ঘটনার সঙ্গে জড়িত আবদুর রহিমকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।