প্রভাতী ডেস্ক: তত্ত্ববধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ব্যারিস্টার মইনুল হোসেনকে দ্রুত ডিভিশন সুবিধা দেওয়ার জন্য কারা কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
কারাগারে ডিভিশন চেয়ে ব্যারিস্টার মঈনুল হোসেনের স্ত্রী সাজু হোসেনের করা আবেদনের শুনানি শেষে সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে মইনুলের পক্ষে শুনানি করেন ড. কামাল হোসেন ও অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
গত ২২ অক্টোবর আ স ম আব্দুর রবের বাসা থেকে মইনুল হোসেনকে গ্রেপ্তার করে ডিবি।২৩ অক্টোবর ব্যারিস্টার মইনুল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত।কারাগারে তাকে সাধারণ বন্দি হিসেবে রাখা হয়।
গত ১৬ অক্টোবর একাত্তর টেলিভিশনের টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে অশোভন মন্তব্য করেন মইনুল হোসেন। এ ঘটনায় রংপুরে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করেন মানবাধিকারকর্মী মিলি মায়া।
একই ঘটনায় বিভিন্ন জেলায় আরো কয়েকটি মামলা দায়ের হয়েছে মইনুলের বিরুদ্ধে। এর মধ্যে দুটি মামলায় হাইকোর্ট থেকে তিনি ৫ মাসের আগাম জামিন নিয়েছেন।