প্রভাতী ডেস্ক:সংসদে সদ্য পাশ হওয়া সড়ক পরিবহন আইন ২০১৮ এর শ্রমিক স্বার্থবিরোধী ধারা সংশোধনের দাবিতে রবিবার (২৮ অক্টোবর) সকাল ৬টা থেকে সারাদেশে ৪৮ ঘণ্টার ধর্মঘট নিয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন শ্রমিক ইউনিয়ন সংগঠনের প্রধান নেতা ও নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
রবিবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে সচিবালয়ের নিজ দপ্তর থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের তিনি এ কথা জানান।
শাজাহান খান বলেন, “এ আন্দোলন সম্পর্কে আমি কিছুই জানি না। যে বিষয়ে কিছু জানা নেই, সে বিষয়ে কোনো মন্তব্যও করতে চাই না।”
আপনি শ্রমিকদের কেন্দ্রীয় নেতা। আপনি চাইলে পরিবহন শ্রমিকরা আন্দোলন ছেড়ে কাজে যোগ দেবে। শ্রমিকদের আপনি এ ধরনের কোনো নির্দেশ দেবেন কিনা- এ প্রশ্নের জবাবে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আবারো বলেন, আমি এ বিষয়েও আমি কোনো মন্তব্য করবো না।