আন্তর্জাতিক ডেস্ক: সোমবার (২৯অক্টোবর) সকালে ১৮৮ আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে উড্ডয়নের একটু পর বিমানটি বিধ্বস্ত হয়। বোয়িং ৭৩৭ বিমানটি জাকার্তা থেকে সুমাত্রা যাচ্ছিল।
কর্মকর্তারা জানান,সকাল সাড়ে ৬টার দিকে জাকার্তা থেকে উড্ডয়নের মাত্র ১৩ মিনিট পর লায়ন এয়ারের ফ্লাইট জেটি-৬১০ সাগর অতিক্রম করার সময় কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে বিমানটি সাগরে ডুবে যেতে দেখা যায়। পরে যাত্রীদের মালামাল এবং বিমানের সিট সাগরে ভাসতে দেখা যায়।
বিমান বিধ্বস্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন ওই বিমান সংস্থার মুখপাত্র ইউসুফ লতিফ। তিনি সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, ‘এটি যে বিধ্বস্ত হয়েছে তা নিশ্চিত।’ বিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়ার পর উদ্ধার অভিযান শুরু করেছে সে দেশের জাতীয় উদ্ধারকারী সংস্থা।
ফ্লাইটে যাত্রী ছিল ১৮১ জন। এর মধ্যে মধ্যে তিনটি শিশু রয়েছে। এ ছাড়া ফ্লাইটে দুজন পাইলট এবং পাঁচজন কেবিন ক্রু ছিলেন। লায়ন এয়ারের প্রধান নির্বাহী এডওয়ার্ড সিরাইত বলেন, আমরা এখনই কিছু জানাতে পারছি না। তবে আমরা সব তথ্য সংগ্রহ করছি।’
তিনি বলেন, ‘আরোহীদের মধ্যে কেউ বেঁচে আছেন কি না- তা এখনও আমরা জানি না। আমরা আশা করতে পারি, প্রার্থনা করতে পারি, কিন্তু নিশ্চিত করে কিছু বলতে পারছি না।’