Search

মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ

মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রবিউস সানি ১৪৪৭ হিজরি

মতোয়াল্লী নিযুক্ত হওয়ার পর থেকে তিনি বিগত ১৪ বছর ধরে কঠোর পরিশ্রম করেন

তফাজ্জল আলী ওয়াকফ এস্টেট নিয়ে ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন

অভিযোগকারী ওয়ারিশগণের তালিকানুযায়ী বর্তমান মতোয়াল্লীর আরো ২ প্রজন্ম পরের ওয়ারিশ

চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন শুলকবহরস্থ তফাজ্জল আলী ওয়াকফ এস্টেট এর সম্পদ রক্ষা, জালিয়াতির মাধ্যমে দাখিলকৃত মতোয়াল্লী অপসারণের মিথ্যা অভিযোগ খারিজ করে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন মতোয়াল্লী মোঃ আব্বাছ উদ্দিন চৌধুরী। রবিবার (১৯ অক্টোবর) চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে মতোয়াল্লী মোঃ আব্বাছ উদ্দিন চৌধুরীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার মেয়ে এডভোকেট সেলিনা আক্তার। তিনি বলেন, ২০/৯/২০১২ ইং তারিখে তফাজ্জল আলী ওয়াকফ এস্টেট এর ই.সি ২৩২৩, মতোয়াল্লী নিয়োগ দেওয়া হয় তাহার পিতা মোঃ আব্বাছ উদ্দিন চৌধুরীকে।

মতোয়াল্লী নিযুক্ত হওয়ার পর থেকে তিনি বিগত ১৪ বছর ধরে ওয়াকফ এস্টেটকে প্রায় দেউলিয়া হওয়ার উপক্রম ও অব্যবস্থাপনা হতে উদ্ধারের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করেন। ওয়াকফ এস্টেটের আয় পূর্বের থেকে বহুগুন বৃদ্ধি করেন এবং ওয়াকফ এষ্টেট এর আয় বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের চাদাঁ ২৫,৭২৫ টাকা থেকে ১,৬০,০০০ টাকার অধিক বৃদ্ধি করেন। নিয়মিত ওয়াকফ চাদাঁ প্রদান ও হিসাব দাখিল করেন। তফাজ্জল আলী চৌধুরী ওয়াকফ এস্টেট এর বেদখলকৃত সম্পত্তি সমূহ এস্টেটের আওতায় এনে তফাজ্জল আলী চৌধুরী ওয়াকফ এস্টেটকে স্বাবলম্বী করতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেন যা এখনো চলমান রয়েছে।

কিন্তু অত্যান্ত দুঃখের বিষয় হলো বিগত ১৭/০৯/২০২৫ ইং তারিখে ওয়াকফ এস্টেট নিয়ে ষড়যন্ত্রকারী নজরুল ইসলাম চৌধুরী মাননীয় ধর্ম উপদেষ্টা এবং বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের নিকট আমার পিতাকে মতোয়াল্লী থেকে অপসারণ পূর্বক তাকে মতোয়াল্লী নিয়োগ প্রদান করার জন্য বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলের নেতার প্যাডে সুপারিশ সম্বলিত একটি আবেদন দাখিল করেন তৎমধ্যে বাংলাদেশ জামায়াত ইসলাম এর সুপারিশকৃত নেতা এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর অফিসে যোগাযোগ করলে সুপারিশকৃত নেতৃবৃন্দ সুপারিশ করেননি এবং সুপারিশ সমূহ জালিয়াতির মাধ্যমে দেওয়া মর্মে মৌখিকভাবে জানান এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে অবগত করেন।

এছাড়া উক্ত আবেদনে মতোয়াল্লীকে বিগত স্বৈরাচারী আওয়ামী সরকারের দোসর হিসেবে উল্লেখ করে চট্টগ্রামের কোতোয়ালী থানার মামলা নং- ২১ (১০)২৪ এর ৫৪ নং অন্য এক আসামীর স্থলাভিষিক্ত করে আমার পিতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাখিল করেন, যা সম্পূর্ণ ব্যক্তিগত উদ্দেশ্য ও স্বার্থ হাসিল এবং তাকে মতোয়াল্লী হতে অপসারণ করে তফাজ্জল আলী চৌধুরী ওয়াকফ এষ্টেট এর সম্পত্তি সমূহ লুট করার চক্রান্তের অংশ বিশেষ। অথচ মামলার বাদী উল্লেখিত মামলায় ‘আামার পিতার সম্পৃক্ততা না থাকার কথা হলফ করেছেন ।

ওয়াকফ এষ্টেট এর সম্পত্তি লুটের জন্য মতোয়াল্লী হতে তাকে অপসারণে তাদের এই প্রচেষ্ঠা শুধু এটা নয়, তারা বিগত স্বৈরাচারী আওয়ামী সরকারের আমলে ২৭/১২/২০১৭ ইং ও ২৮/১২/২০১৭ ইং তারিখের ডায়েরী নং ৬৩০ ও ১৯১ এবং ৭/২/২০১৮ ইং তারিখে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে মতোয়াল্লীর বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন। উক্ত অভিযোগ সরজমিনে তদন্ত সাপেক্ষে তদন্ত কর্মকর্তারা তদন্ত প্রতিবেদন প্রদান করেন এবং হাইকোর্টের এপিলিয়েট ডিভিশন কর্তৃক তা খারিজ করে দেন, যাহার আপিল নং-২৭৬৪/২০১৭।

উল্লেখ্য আমার পিতা কখনোই বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত ও কোন কর্মকান্ডে জড়িত ছিলেন না। বরং অভিযোগকারী নজরুল ইসলাম চৌধুরী তার আত্মীয় স্বৈরচারী আওয়ামী লীগের বিভিন্ন দলীয় নেতা এবং কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন। তিনি আরো অভিযোগ করে বলেন, শুলকবহর ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি রিয়াজুল ইসলাম চৌধুরী সজীব, শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সরোয়ার্দী, মহানগর ছাত্রলীগের উপ সম্পাদক শরফ উদ্দীন সৌরভকে বশে নিয়ে এতদিন মতোয়াল্লীকে নির্যাতন করেছেন এবং করে যাচ্ছেন।

বিধান অনুযায়ী অভিযোগকারী উক্ত ওয়াকফ এস্টেট ওয়াকিফ এর ওয়ারিশগণের তালিকানুযায়ী বর্তমান মতোয়াল্লীর আরো ২ প্রজন্ম পরের ওয়ারিশ এবং তিনি বেনিফিশিয়ারীর যোগ্য দাবীদার নয় বিধায় ইহা ফ্যাসাদ সৃষ্টির উদ্দেশ্যে উক্ত অভিযোগ করেছেন।

মতোয়াল্লী একজন ন্যায়পরায়ণ ব্যক্তি হিসেবে ধর্ম উপদেষ্টা এবং ওয়াকফ প্রশাসক সুবিবেচনা পূর্বক ই.সি-২৩২৩, তফাজ্জল আলী চৌধুরী ওয়াকফ এস্টেট এর সম্পদ এর সুরক্ষার্থে বর্তমান মতোয়াল্লীকে উদ্দেশ্যমূলক হয়রানী হতে পরিত্রাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print