Search

বৃহস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

বৃহস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে বাবার কোলে বিনা চিকিৎসায় মারা গেল ৪ বছরের শিশু !

প্রভাতী ডেস্ক : চট্টগ্রামে বিনা চিকিৎসায় মৃত্যুর মিছিল দিন দিন দীর্ঘ হচ্ছে। ৪ বছরের শিশু শাওন খেলতে গিয়েছিল। কিন্তু খেলার আনন্দ বেশিক্ষণ থাকল না তার। ঘাতক এক অটোরিকশা এসে কেড়ে নিল তার সব স্বপ্ন। মুহূর্তেই মাটির সাথে মিশে গেল শাওনকে ঘিরে তার বাবা-মায়ের শত আনন্দ-উচ্ছ্বাস। তাদের কান্নায় ভারী হয়ে উঠল আকাশ। সে কান্নাকে আরো কষ্টকর করেছে আহত হওয়ার পর চিকিৎসা না পেয়ে চোখের সামনে অবুঝ সন্তানের মৃত্যু।

অসহায় বাবা রক্তাক্ত শিশু সন্তানকে নিয়ে চিকিৎসার আশায় ছুটেছেন এ হাসপাতাল থেকে ওই হাসপাতালে। কিন্তু কোথাও মিলেনি সামান্যতম সহানুভূতিও। শেষ পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিতে নিতে প্রাণ হারায় নিষ্পাপ শিশু শাওন।

এই মর্মান্তিক ঘটনা ঘটেছে নগরীর পতেঙ্গায়। নিহত শিশুর পিতা জাহিদ হোসেন বলেন, আজ মঙ্গলবার (১৬ই জুন) দুপুরে পতেঙ্গা এলাকায় খেলার সময় অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয় আমার ছেলে। তাকে নিয়ে বেশ কয়েকটি বেসরকারি হাসপাতলে ঘুরেছি। কোনো হাসপাতাল ভর্তি নিতে রাজি হয়নি। অনেক আকুতি মিনতি করেছি। কিন্তু কেউ ভর্তি নেয়নি। কোথাও চিকিৎসা না পেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর সেখানে মারা যায়।

নিহত শিশুটির গ্রামের বাড়ি রংপুর। পরিবারের সাথে পতেঙ্গা এলাকায় বসবাস করতো।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print