
নিজস্ব প্রতিবেদক : মহামারী করোনা ভাইরাসের প্রভাবে সারা দেশেই বিরাজ করছে অস্থিতিশীল পরিস্থিতি। চট্টগ্রামের বেসরকারি হাসপাতালগুলোতে করোনায় আক্রান্ত এবং অন্যান্য রোগে আক্রান্ত সব ধরণের রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে করোনা ও সাধারণ চিকিৎসা সহায়তা আন্দোলনের ব্যানারে নগরের পার্কভিউ হাসপাতালের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রণি বলেন, চট্টগ্রাম মহানগরে পর্য়াপ্ত সংখ্যক বেসরকারি হাসপাতাল থাকার পরেও রোগীরা চিকিৎসা সেবা পাচ্ছেনা। বেসরকারি হাসপাতালে মোট ১২১টি আইসিইউ শয্যার মধ্যে ১০০ এর উপরে আইসিইউ শয্যা খালি পড়ে আছে। নানা অজুহাতে রোগীদের ফিরিয়ে দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাইকোর্টের রায়ে সকল রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। বেসরকারি হাসপাতালগুলো আজকে হোটেল ব্যবসায় পরিণত হয়েছে।
তিনি বলেন, এই মহামারীর সময়ে ডাক্তাররা চেম্বার বন্ধ করে রেখেছেন। স্বাস্থ্য সেবার জন্য আজকে চট্টগ্রামের মানুষকে রাস্তায় নামতে বাধ্য করেছে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ।
এখন পর্যন্ত বিনা চিকিৎসায় যেসব রোগী মারা গেছেন সেসব ঘটনার সুষ্ঠু বিচারের দাবিও জানান নুরুল আজিম রণি।
মানববন্ধনে স্থানীয় যুবলীগ, মহানগর ছাত্রলীগ, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ, মহসীন কলেজ ছাত্রলীগ, ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বেসরকারি হাসপাতালগুলো রোগী ফিরিয়ে দিচ্ছে। চিকিৎসা না পেয়ে করোনাভাইরাস আক্রান্ত রোগীর পাশাপাশি সাধারণ রোগীরাও চরম হয়রানির স্বীকার হচ্ছেন। বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন।









