Search

রবিবার, ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ১লা সফর ১৪৪৭ হিজরি

খুলশীতে মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে জমি দখলের অভিযোগে সাংবাদিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : নগরীর খুলশী হাউজিং সোসাইটির জমি দখলের অভিযোগ উঠেছে নগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে। মঙ্গলবার (৯ জুন) বিকাল ৩ টায় চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন খুলশী গার্ডেন ভিউ হাউজিং সোসাইটির প্রতিষ্ঠাতা আলহাজ্ব এস এম জমির উদ্দিন।

সংবাদ সম্মেলনে জমির উদ্দিন বলেন, ‘গত ১লা জুন রাতে মহিউদ্দিন বাচ্চু তার লোকবল নিয়ে সোসাইটির কেয়ারটেকারকে মারধর করে তার থাকার ঘর ভাংচুর করেন। পরদিন সকাল ১১ টায় মহিউদ্দিন বাচ্চু তার লোকবলসহ গিয়ে “বায়না সূত্রে এই জায়গার মালিক মহিউদ্দিন বাচ্চু” সাইনবোর্ড লাগিয়ে দেন।’

পরবর্তীতে কি মূলে সাইনবোর্ড লাগানো হয়েছে জিজ্ঞেস করলে মহিউদ্দিন বাচ্চু ও তার লোকজন কেয়ারটেকারকে প্রাণে মেরে ফেলার হুমকি ও ভয়ভীতি দেখায় বলে জমির উদ্দিন সংবাদ সম্মেলনে অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে জমির উদ্দিন বলেন, এর আগে গত ৮ই এপ্রিল জমির বিষয়ে বাড়াবাড়ি না করতে হুমকি দেন। এছাড়া প্রতিনিয়ত কেয়ারটেকারকে গালিগালাজ ও বিভিন্নভাবে ভয়ভীতি দেখায়।

সংবাদ সম্মেলনে জমির উদ্দিন বলেন, ‌‘আমি ২০০০ সালে খুলশী মৌজার আর.এস ৫৫৩ দাগের সামিল পি. এস ১৮০ দাগেরসহ পার্শ্ববর্তী অন্যান্য দাগাদির কমবেশি ২০ একর সম্পত্তি ক্রয় করি। পরে রাস্তাঘাট ও নালা নর্দমা নির্মাণ করে খুলশী গার্ডেন ভিউ হাউজিং সোসাইটিটি প্রতিষ্ঠা করি। পরবর্তীতে কিছু বিক্রি করে কিছু জমি নিজের জন্য রাখি। কিন্তু সম্প্রতি মহিউদ্দিন বাচ্চু সে জায়গা দখলে নেয়ার চেষ্টা করছেন।’

সংবাদ সম্মেলনে আলহাজ্ব জমির উদ্দিনের পাশাপাশি তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print