Search

রবিবার, ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ১লা সফর ১৪৪৭ হিজরি

লোহাগাড়ায় কিস্তির টাকা চাওয়ায় আশা’র ম্যানেজারকে মোবাইল কোর্টে সাজা !

ফয়সাল হোসেন : লোহাগাড়ায় সরকারি আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জোরপূর্বক কিস্তির টাকা আদায় করার সময় এনজিও আশা’র লোহাগাড়া ব্রাঞ্চ ম্যানেজার কবির আহমদকে আটক করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌসিফ আহমেদ ।

মঙ্গলবার (৯ জুন ) সকালে লোহাগাড়া সদর ইউনিয়নের দরবেশহাট সওদাগর পাড়া থেকে জোরপূর্বক ঋণের টাকা উত্তোলনের সময় মোবাইলে খবর পেয়ে তাকে ঘটনাস্থল থেকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ হাজার টাকা জরিমানা করে সতর্ক করে দেওয়া হয়।

এর আগে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার তার অফিসিয়াল ফেসবুকে ঘোষণা দেন, এলাকায় কোন সমিতি বা এনজিওর কর্মকর্তা-কর্মচারী জোরপূর্বক কিস্তি আদায় করতে গেলে প্রশাসনকে খবর দেয়ার জন্য।

এ বিষয়ে লোহাগাড়া উপজেলার নির্বাহী তৌসিফ আহমেদ জানান, করোনা ভাইরাসের কারণে মানুষ এমনিতে মানবেতর জীবন যাপন করছেন। এ অবস্থায় এনজিওগুলোর কিস্তির চাপে চরম দুর্বিসহ হয়ে উঠেছে সাধারণ মানুষ।

তাই প্রশাসনের পক্ষ ৩০ জুন পযর্ন্ত জোরপূর্বক ঋণের টাকা উত্তোলনে নিষেধাজ্ঞা প্রদান করি।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print