বুধবার, ৪ঠা ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ

বুধবার, ৪ঠা ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ বুধবার, ৪ঠা ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জমাদিউস সানি ১৪৪৬ হিজরি

ভারতের একটি হাসপাতাল থেকে রোগীর কাটা পা গেল কুকুরের মুখে

অপারেশন থিয়েটারে চলছে অস্ত্রোপচার। ডাক্তার-নার্স ব্যস্ত অপারেশনে। পাশের টেবিলে রাখা রোগীর একটা পা। ছড়াচ্ছে কাঁচা মাংসের ঘ্রাণ। সেই ঘ্রাণে এরই মধ্যে চুপি চুপি ঢুকে পড়ে রাস্তার ক্ষুধার্ত কুকুর। এখানেই শেষ নয়। সুযোগ বুঝেই সেই কাটা পা নিয়েই দৌড়। টের পেয়ে পেছন পেছন দৌড়াতে থাকেন নার্সরাও। তবে শেষ রক্ষা হয়নি। হইহই করেও শেষ পর্যন্ত পায়নি ‘বেআক্কেল’ কুকুরের দেখা। পা মুখে করেই একেবারে হাসপাতালের বাইরে। আঁতকে ওঠার মতো ঘটনাটি ঘটেছে সোমবার ভারতের বিহারে বক্সার জেলার একটি সরকারি হাসপাতালে। সোমবার এ ঘটনার পর থেকেই প্রদেশের হাসপাতাল ব্যবস্থা নিয়ে ক্ষেপে উঠেছে জনগণ।

টাইমস অব ইন্ডিয়া জানায়, চলন্ত ট্রেনে উঠতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন রাজ্যের আরি জেলার বাসিন্দা রামনাথ মিশ্র।ট্রেনের নিচে পড়ে যাওয়ায় তার পায়ের ওপর দিয়ে চলে যায় ট্রেনের চাকা। গুরুতর আহত অবস্থায় বিহারের ওই সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে চিকিৎসকরা তার পায়ের অস্ত্রোপচার করে ডান পা বাদ দিয়ে দেন। রাখেন পাশের টেবিলে।

অস্ত্রোপচার চলাকালেই অপারেশন থিয়েটারে ঢুকে পড়ে কুকুরটি। ওই কাটা পা মুখে করেই দৌড় দেয় সে। হাসপাতালের কর্মীরা তাড়া করেও সেটির নাগাল পায়নি। জানা গেছে, সেদিনই মারা যায় মিশ্র। পরে কাটা পা মুখে নিয়ে দাঁড়িয়ে থাকা কুকুরটির ছবি তোলেন কেউ একজন। সোমবারই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন ছবিটি। সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় এটা। ছবিতে দেখা যায়, রক্তমাখা পা মুখে দাঁড়িয়ে একটি কালো কুকুর। এ ঘটনায় সরকারি হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
সূত্র- যুগান্তর

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print