প্রভাতী ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শিলং কারাগার থেকে বেখসুর খালাস পাওয়ার পর তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।কিন্তু তিনি দেশে আসার পর কোন মামলায় গ্রেফতার হচ্ছেন কিনা সেটা নিয়ে সবার ভাবনা।তার বিরুদ্ধে বাংলাদেশে এখন পর্যন্ত মোট ১৭ টি মামলা রয়েছে।যার সবগুলোতেই তিনি জামিনে আছেন বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কার্যালয়ের মামলা ও তথ্য সংরক্ষণ কর্মকর্তা মো. সালাহ উদ্দিন খান পিপিএম। শুক্রবার বিকেলে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।সালাহ উদ্দিন খান বলেন, সালাউদ্দিন আহমেদ অপহৃত হওয়ার আগ পর্যন্ত তার বিরুদ্ধে এ মামলাগুলো দেয়া হয়েছিল। এরপর আর কোনো মামলা দেয়া হয়নি।