Search

শুক্রবার, ২১শে নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

শুক্রবার, ২১শে নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ শুক্রবার, ২১শে নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি

ডা. শাহাদাতের নেতৃত্বে চলমান ইতিবাচক পরিবর্তনের প্রশংসা করেন লর্ড মেয়র

গ্রিন,ক্লিন,হেলদি ও সেইফ সিটি গড়তে বার্মিংহামের লর্ড মেয়রের সঙ্গে চসিক মেয়রের বৈঠক

ডা. শাহাদাত লর্ড মেয়র জাফর ইকবলকে চট্টগ্রাম সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান

চট্টগ্রামকে একটি গ্রীন, ক্লিন, হেলদি ও সেইফ সিটি হিসেবে গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে উদ্যোগী হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এর অংশ হিসেবে ইংল্যান্ডের বার্মিংহাম সিটি কাউন্সিলের লর্ড মেয়র জাফর ইকবালের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বৈঠক করেছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

শুক্রবার(১৪ নভেম্বর) বার্মিংহাম সিটি কাউন্সিল কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠককে দুই শহরের ভবিষ্যৎ অংশীদারত্বের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। বৈঠকের শুরুতে দুই মেয়র শুভেচ্ছা বিনিময় করেন এবং আধুনিক নগর উন্নয়ন ও নাগরিকবান্ধব ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘ সময় আলোচনা করেন।

বৈঠকে মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামের চলমান উন্নয়ন কার্যক্রম বিস্তৃতভাবে উপস্থাপন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য—আধুনিক ও বৈজ্ঞানিক বর্জ্য ব্যবস্থাপনা, নগরব্যাপী সবুজায়ন কর্মসূচি, পরিবেশবান্ধব ও স্মার্ট প্রযুক্তির ব্যবহার, নগর নিরাপত্তা জোরদার পরিকল্পনা ও জলবায়ু–সহনশীল নগর বিনির্মাণ।

চসিক মেয়র জানান, চট্টগ্রামকে একটি স্মার্ট ও টেকসই নগরীতে রূপান্তরিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে; যেখানে আন্তর্জাতিক সহযোগিতা বিশেষ ভূমিকা রাখতে পারে।

লর্ড মেয়র জাফর ইকবল বার্মিংহামের স্মার্ট সিটি অভিজ্ঞতা, ডিজিটাল গভর্ন্যান্স মডেল এবং টেকসই নগর ব্যবস্থাপনার উদাহরণ তুলে ধরেন। তিনি চট্টগ্রামের সঙ্গে জ্ঞান, প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ে আগ্রহ প্রকাশ করেন। চট্টগ্রামের সামগ্রিক উন্নয়ন অগ্রগতি ও ডা. শাহাদাতের নেতৃত্বে চলমান ইতিবাচক পরিবর্তনের প্রশংসাও করেন তিনি।

বৈঠকে ভবিষ্যৎ সহযোগিতার যেসব ক্ষেত্র গুরুত্ব পায়—স্মার্ট সিটি গভর্ন্যান্স ও ডিজিটাল উদ্ভাবন, জলবায়ু–সহনশীল নগর পরিকল্পনা, আধুনিক ও বৈজ্ঞানিক বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত শহর গঠন, দুই সিটির মধ্যে সিটি–টু–সিটি পার্টনারশিপ উন্নয়ন ও উভয়পক্ষই এসব ক্ষেত্রে অংশীদারত্ব জোরদারে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকের শেষে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন লর্ড মেয়র জাফর ইকবলকে চট্টগ্রাম সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। দুই নগর নেতৃত্বই ভবিষ্যতে সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print