জয়নাল আবেদীন আসিফ : বিশ্বজুড়ে চলছে প্রাণঘাতি মহামারী করোনাভাইরাসের ভয়াবহ প্রকোপ। এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে অন্যান্য দেশের মত বাংলাদেশেও লকডাউন পরিস্থিতি বিরাজ করছে। এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুররা। সরকারী ত্রাণ সরবরাহের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলীয় নেতা-কর্মীরা অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন প্রতিনিয়ত। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের অসহায়, দুঃস্থ ও খেটে খাওয়া দিনমজুরদের মাঝে খাদ্যসামগ্রী এ ইফতার নিয়ে অবিরাম ছুটে চলেছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক আবু তারেক রনি।
রনির ব্যক্তিগত উদ্যোগে সোমবার (১১এপ্রিল) বিকাল ৫ টার সময় সদরঘাট এলাকায় ৩ শতাধিক অসহায় ও দুঃস্থ পরিবারকে তৈরী করা ইফতার প্রদান করা হয়।
এসময় আবু তারেক রনি বলেন , বিপদে মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা প্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ থেকে পেয়েছি এবং সেই কথা মাথায় রেখেই এগিয়ে যেতে চাই । সকলে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন থাকুন এবং এই ভাইরাস সম্পর্কে মানুষকে যার যার জায়গা থেকে সচেতন করুন। গুজবে কান না দেয়ার অনুরোধ করে রনি আরো বলেন, সবাইকে সর্বোচ্চ সচেতন ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে। সমাজের বিত্তশালীদেরকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বিনীত অনুরোধ জানান তিনি।
এই সময় উপস্থিত ছিলেন সদরঘাট থানা ছাত্রলীগ নেতা জানে আলম, মো. জাহেদ ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো খোকন, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক মো আলবি রহমান সহ আরো নেতৃবৃন্দ !