প্রভাতী ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনাভাইরাস সংক্রমণের এই দুর্যোগে সরকার কোথাও নেই, আছে শুধু টেলিভিশনে।
করোনা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার(৫ই মে) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ কথা বলেন। বিএনপির এই মুখপাত্র বলেন, ‘বিশেষজ্ঞ, স্বনামধন্য ব্যক্তিত্বদের একটি টাস্কফোর্স গঠনের দাবি করেছিলাম। তাও করা হয়নি। স্বাস্থ্য খাতে একটি টেকনিক্যাল কমিটি করা হয়েছে। সেখানেও অনেক বরেণ্য চিকিৎসক, ভাইরাল ডিজিজ নিয়ে লেখাপড়া করা ব্যক্তিদের সম্পৃক্ত করা হয়নি। এ ক্ষেত্রেও দলীয়করণ করা হয়েছে।’ ফখরুল বলেন, সরকার রমজান ও ঈদের কথা বলে ১০ মে থেকে দোকানপাট খুলে দিয়েছে। সরকার শর্তসাপেক্ষে দোকানপাট ও শপিং মল খুলে দিয়েছে, ভালো কথা। ঈদকে সামনে রেখে ছোট-বড় ব্যবসায়ীদের জন্য এর প্রয়োজন আছে। তাই বলে সেটা মানুষের জীবনের বিনিময়ে?