শুক্রবার, ৯ই মে ২০২৫ খ্রিস্টাব্দ

শুক্রবার, ৯ই মে ২০২৫ খ্রিস্টাব্দ শুক্রবার, ৯ই মে ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জিলকদ ১৪৪৬ হিজরি

করোনায় প্রাণ হারালেন আরো ২ পুলিশ !

প্রভাতী ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে (কোভিড-১৯) প্রাণ হারিয়েছেন আরো দুই পুলিশ সদস্য। ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত এই দুই সদস্য করোনায় আক্রান্ত হওয়ার পর আইসোলেশনে ছিলেন।আইসোলেশনে থাকাবস্থায় বুধবার (২৯ এপ্রিল) রাতে ও ‍বৃহস্পতিবার(৩০ এপ্রিল) ভোরে তারা না ফেরার দেশে পাড়ি জমান।

মারা যাওয়া দুজনের একজন ডিএমপির পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণে কর্মরত এএসআই আব্দুল খালেক (৩৬)। অন্যজনের নাম আশেক মাহমুদ (৪২), তিনি ট্রাফিক উত্তরের এয়ারপোর্ট এলাকায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজারবাগ পুলিশ হাসপাতালে মারা গেছেন।

আবদুল খালেদ মিরপুর পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে কর্মরত ছিলেন। তিনি মসজিদের ইমামও ছিলেন। তার বাড়ি বরগুনার বেতাগী উপজেলার ঝোপখালী গ্রামে। বৃহস্পতিবার ভোর রাতে ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্যক আত্মীয়-স্বজন রেখে গেছেন।

আশেক মাহমুদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। এর আগে বুধবার করোনায় দেশে প্রথম পুলিশ সদস্যের মৃত্যু হয়।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print