নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে লকডাউন পরিস্থিতি বিরাজমান হওয়ায় কর্মহীন অসহায় ক্ষুধার্ত মানুষের কাছে প্রতিনিয়ত ছুটে চলছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। এই মহামারীতে চট্টগ্রাম মহানগরের আওতাধীন চান্দগাঁও থানা শাখা ছাত্রলীগের কার্যক্রম ও বিভিন্ন উদ্যোগ ছিলো চোখে পড়ার মতো। এবার সম্পূর্ণ ব্যতিক্রমী উদ্যোগ নিল তারা। ২রা মে (শনিবার) ভোর রাতে চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় ভবঘুরে, ছিন্নমূল, বিভিন্ন নিরাপত্তা কর্মী, রিকশা চালক এবং অন্যান্য অসহায় মানুষের মাঝে সেহরি বিতরণ করে চান্দঁগাও থানা ছাত্রলীগ।
উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শহিদুল আলম, সহ-সভাপতি নয়ন উদ্দিন, আব্দুল হাকিম ফয়সাল, আবু সাঈদ মুন্না, ফরহানুল হক রাকিব, যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ তাসিন, চান্দঁগাও ছাত্রলীগ নেতা লুৎফে আজিম রেনেসাঁ, মহসিন ফয়সাল, দিদারুল আলম নয়ন এবং ৪ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোহাম্মদ আফতাহি এবং মোহাম্মদ আলি প্রমুখ।