বুধবার, ২রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

বুধবার, ২রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ বুধবার, ২রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

৩ সন্তানসহ নবজাতককে বের করে দেওয়ার ঘটনায় মালিক গ্রেফতার !

প্রভাতী ডেস্ক : রাজধানীর পান্থপথে ভাড়া দিতে না পারায় তিন শিশুসহ এক দম্পতিকে বাসা থেকে বের করে দেয়ার ঘটনায় অভিযুক্ত বাড়ির মালিক শম্পাকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে তাকে ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাড়ির মালিকের নাম নূর আক্তার শম্পা।

এর আগে, রোববার রাতে ৫৮/৭ নম্বর পান্থপথ এলাকার দ্বিতীয় তলায় ভাড়াটিয়ার এক মাসের বাসা ভাড়া বাকি থাকায় দুই মাসের নবজাতক শিশুসহ ৩ সন্তান ও তার বাবা-মাকে মারধর করে ঘর থেকে তাড়িয়ে দেন বাড়ির মালিক শম্পা।

র‌্যাব-২ এর মেজর এইচ এম পারভেজ আরেফিন জানান, শম্পার বিরুদ্ধে ভাড়াটিয়াকে মারধর ও হত্যাচেষ্টার মামলা হয়েছিল। তাকে আমরা নিয়মিত নজরদারিতে রেখেছিলাম। রাতে ধানমন্ডির একটি সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print