
প্রভাতী ডেস্ক: এবার তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ময়মনসিংহের আদালতে মামলা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলি আদালতে মামলাটি করা হয়।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও ভালুকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি মামলাটি করেন।
অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম রোজিনা খাতুন মামলাটি আমলে নিয়ে বিকালে আদেশ দেবেন বলে জানা গেছে।
মামলা দায়েরের পর বাদী মনিরা সুলতানা মনি সাংবাদিকদের বলেন, টেলিভিশনের টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে চরিত্রহীন নারী বলায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।
এদিকে রংপুরের মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতার দেখিয়ে আজ আদালতে তোলা হয়েছে।