Search

শনিবার, ২২শে নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

শনিবার, ২২শে নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার, ২২শে নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি

করোনা প্রাদুর্ভাব: চীনের নাগরিকরা সুস্থ হচ্ছেন গরম পানি খেয়ে !

প্রভাতী ডেস্ক: ঢাকা বিশ্ববিদল্যায়ের আরবী বিভাগের প্রাক্তন অধ্যাপক মুহাম্মদ ফজলুর রহমান তার ফেসবুক ওয়ালে করোন ভাইরাস থেকে সুস্থ হওয়া নিয়ে একটি গুরুত্বপূর্ণ পোস্ট করেছেন।

করোনা সুসংবাদ : শিরোনামে তিনি লিখেছেন, কিছুক্ষণ আগে স্নেহাস্পদ প্রফেসর শহীদুল ইসলামের মাধ্যমে উপরোক্ত বিষয়ে একটি অডিও রেকর্ড পেলাম। এজন্য তাকে আন্তরিক ধন্যবাদ। চীনের উহান শহরের একজন ভারতীয় বাসিন্দা উহানের বর্তমান করোনা পরিস্থিতি জানিয়ে ভারতের আক্রান্তদের পরামর্শ দেবার জন্য অডিও রেকর্ডটি পাঠিয়েছেন।

হিন্দি ভাষার ঐ অডিওর অর্থ এমন  – উহানে এখনো অনেক করোনা আক্রান্ত রোগী আছে, কিন্তু এখন আর কেউ মারা যাচ্ছে না এবং ভাইরাসটিকে তেমন ভয় করছে না। কারণ তারা এর চিকিৎসা আয়ত্ত করে ফেলেছে। আক্রান্ত ব্যক্তি দিনে কমপক্ষে ৪বার গরম পানি পান করবে, চারবার গরম পানির ভাপ নিবে, বেশী বেশী গরম দুধ ও গরম চা পান করবে। তিনি আরো বলেন, করোনা টেস্ট পজিটিভ হলে একাধারে ৪দিন এই চিকিৎসা নিলে ৫ম দিনে নিগেটিভ আসবে। অর্থাৎ ৪ দিনের তাপে ভাইরাসটির মৃত্যু ঘটে।

তার ভাষায়, ভারতীয় ভাই-বোনেরা যেন ভীত না হয়ে নির্দ্বিধায় এই চিকিৎসা গ্রহণ করে। অডিওটি পাবার সাথে সাথে আমি সাধ্যমত শেয়ার করেছি এবং বাংলাদেশের মানুষসহ সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের উপকারে আসতে পারে ভেবে বিষয়টি আমি আমার ফেইসবুক পেইজেও প্রচার করলাম।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print