প্রভাতী ডেস্ক: করোনার বিস্তার ঠেকাতে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এই সময়ে গণপরিবহণ চলাচলেও নিষেধাজ্ঞা দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৪ মার্চ) মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ ছুটির সময়ে সড়কে বাস, মিনি বাস, সিএনজিচালিত অটোরিকশা এবং হিউম্যান হলার চলবে না। তবে এসময়ে ওষুধ, জ্বালানিসহ প্রয়োজনীয় পণ্য সরবরাহে ট্রাক ও কাভার্ড ভ্যান সড়কে চলবে।
এই সময়ে রাইড শেয়ারিং সেবাও বন্ধ থাকবে বলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের পরিচালক লোকমান হোসেন মোল্লা সংবাদমাধ্যমকে জানিয়েছেন।