নিজস্ব প্রতিবেদক: ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রেস ক্লাবের সামনে নাগরিক সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার (২৩ অক্টোবর) সারাদেশে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল আহ্বান করছে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান।
সোমবার (২২ অক্টোবর) সকালে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সামনে এই ঘোষণা দেন। তিনি বলেন- আমাদের মত প্রকাশের স্বাধীনতা হরণ করা হয়েছে। সকল রাজনৈতিক দলের মতপ্রকাশের অধিকার আছে। আমরা মানুষের ভোটাধিকার আদায়ের দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি ডেকেছিলাম। প্রথমে জাতীয় প্রেসক্লাবে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু প্রশাসনের সাড়া মেলেনি। পরে পল্টনে ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠান করতে চাইলেও পুলিশ বাধা দেয়। সেজন্য আমরা মঙ্গলবার ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশব্যাপী আধাবেলা হরতালের ডাক দিয়েছি।
অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বলেও তিনি জানান।
দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচী হাতে নেয় দলটি।কর্মসূচীর মধ্যে ছিল, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা,আলোচনা সভা,সংহতি সমাবেশ,প্রতিনিধি সম্মেলন এবং নাগরিক সমাবেশ।
২০১২ সালের ১৮ ই এপ্রিল বিএনপির শরীক দল হিসাবে মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে যোগদান করে লেবার পার্টি।