
নব বিবাহিত দম্পতিদের জন্য হানিমুন এবং আনন্দঘন মুহূর্ত কাটানোর বিশেষ ব্যবস্থা করতেই পারে কোনো হোটেল। ভালো ব্যবসার জন্যে এ ধরনের নানা আকর্ষণীয় প্যাকেজ রাখতেই পারেন হোটেল কর্তৃপক্ষ। কিন্তু যারা বিবাহ বিচ্ছেদ চাইছেন তাদের জন্যে হোটেলে বিশেষ ব্যবস্থা রাখার বিষয়টি একেবারেই আশ্চর্যজনক হলেও এটাই বাস্তব।
নিউ ইয়র্কের সারাটোগা স্প্রিংকস এর দ্য গিডেয়ন পুটনাম রিসোর্ট অ্যান্ড স্পা সেই ব্যবস্থাই করে। যে দম্পাতিরা বিচ্ছেদ চাইছেন তারা বিশেষ কিছু মুহূর্ত কাটাতে পারেন ওই হোটেলে। সেখানে স্বামী-স্ত্রীর জন্যে পৃথক রুমের ব্যবস্থা থাকে। পাশপাশি মিশেলে মার্টিন নামের একজন মধ্যস্থতাকারীও আছেন যিনি বিচ্ছেদ ঘটাতে দুজনের মধ্যকার আলোচনাকে সামনের দিকে এগিয়ে নেন।
আপনি জানেন যে এ কাজটা ঘটাতে কতটা সময় দরকার। এর পেছনে কত খরচ পড়ে তাও জানেন। আর বিচ্ছেদের ঘটনাকে ইতিবাচক করার বিষয়ে আপনি সচেতন থাকবেন, এসব বিষয়গুলো বোঝানোই মিশেলের কাজ।
সম্প্রতি এক দম্পতি কোনো কারণ ছাড়াই তাদের অর্থ-সম্পদ আলাদা করে বুঝে নেয়ার উদ্যোগ নেন। কিন্তু মধ্যস্থতায় ঝামেলা লেগে যায়। উত্তেজনা দেখা দেয় এবং অবশেষে তাদের বাচ্চাটাকে কাস্টডিতে নেয়া হয়। এ ঝামেলায় কিছু সময়ের বিরতি দেন স্বামী-স্ত্রী। তারা চলে আসেন ডিভোর্স হোটেল-এ। একজন ম্যাসাজ নিতে চলে যান। আরেক জন গলফে মন দেন। তিন দিন পর ফিরে এসে তারা সহজেই একটা ঐক্যমতে পৌঁছান।
কাজেই সম্পর্ক তেতো হওয়ার আগেই মধুর বিদায়ের ব্যবস্থা করার দায়ভার নেবে এই বিবাহ বিচ্ছেদ হোটেল। আগ্রহীদের তাই সেখানে যোগাযোগের পরামর্শ দিচ্ছেন সেবা গ্রহণকারীরা। সূত্র: এমিরেটস