রবিবার, ১৩ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ১৩ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ১৩ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল ১৪৪৬ হিজরি

মইনুল হোসেনের কাছে ক্ষমা চাইতে মাসুদা ভাট্টিকে উকিল নোটিশ

প্রভাতী ডেস্ক: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ২টি মানহানির মামলা দায়ের করার পর এবার তাঁর কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে উকিল নোটিস পাঠানো হয়েছে। অন্যথায় মানহানির মামলা করা হবে বলেও হুঁশিয়ারি করা হয়েছে।

রবিবার সকালে মাসুদা ভাট্টিকে এ উকিল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী জুলফিকার আলী।

এতে বলা হয়, সম্প্রতি একাত্তর টেলিভিশনের একটি টকশোতে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ও মানহানিকর প্রশ্নের মাধ্যমে মাসুদা ভাট্টি তার সামাজিক মর্যাদা ক্ষুন্ন করেছেন। এতে নোটিশ প্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যে মাসুদা ভাট্টিকে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হবে।

একই সঙ্গে ওই মন্তব্যের মাধ্যমে মইনুল হোসেনের সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার চেষ্টা কেন সাইবার সিকিউরিটি অ্যাক্ট হিসেবে গণ্য হবে না এবং মাসুদা ভাট্টির বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে নোটিশে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print