স্টাফ রিপোর্টার: বিএনপির দুই প্রভাবশালী নেতাকে ডিবি গ্রেপ্তার করেছে মর্মে জানা গেছে । বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান শামীম ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপি।
আজ (২২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে নগরীর জিইসির মোড় হোটেল মেরিডিয়ান এর সামনে থেকে ডিবি পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন নগর বিএনপি সহ-দপ্তর সম্পাদক ইদ্রিস আলী।
এই ব্যাপারে যোগাযোগ করা হলে এসি ডিবি (উত্তর) বলেন কোন বিএনপি নেতাকে আটক করা হয়েছে কিনা তার জানা নেই।