বুধবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ

বুধবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ বুধবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাবান ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম আদালতে পুলিশের উপর হামলার অভিযোগে বিএনপির ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

এম.জিয়াউল হক : চট্টগ্রাম আদালত ভবনের সামনে পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে ২১ অক্টোবর রবিবার বিকালে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনসহ দলটির ১৫০ জন নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে পুলিশ। কোতোয়ালী থানার এসআই মো. ইদ্রিস বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন এই ব্যাপারে বলেন, ‘আইসিটি আইনে দায়ের করা একটি মামলায় রবিবার দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আদালতের নির্দেশে তাকে কারাগারে নেওয়ার সময় বিএনপি নেতাকর্মীরা আদালত ভবনে পুলিশের ওপর হামলা চালিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে। এ ঘটনায় মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনসহ ১৫০জন নেতাকর্মীকে আসামি করে মামলা করা হয়েছে।’

উল্লেখ্য যে, নিরাপদ সড়কের দাবিতে চলা ছাত্র আন্দোলনের সুযোগ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ফোনে ছাত্রদেরকে উস্কানী দেওয়া এবং রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রের অভিযোগ এনে নগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর  ৪ আগস্ট তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ (২) ধারা ও বিশেষ ক্ষমতা আইনের ১৫/৩ ধারায় কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন। ওই মামলায় এতদিন উচ্চ আদালতে জামিনে থাকার পর রবিবার আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print