প্রভাতী ডেস্ক: দশম জাতীয় সংসদের ২৩তম এবং সর্বশেষ অধিবেশনে জনপ্রিয় ব্যান্ড সংগীত শিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুতে শোক প্রস্তাব করা হয়েছে। রবিবার বিকালে অধিবেশনের শুরুতে শোক প্রস্তাব উত্থাপণ করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সদ্য প্রয়াত ব্যান্ড সংগীত শিল্পী আইয়ুব বাচ্চু ছাড়াও সাবেক সংসদ সদস্য, দেশী-বিদেশি বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে রবিবার সংসদে শোক প্রস্তাব উত্থাপিত ও গৃহীত হয়।
গত ১৮ই অক্টোবর সকাল ১০টায় মৃত্যুবরণ করেন বিখ্যাত ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চু।