Search

রবিবার, ২৩শে নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ২৩শে নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ২৩শে নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ১লা জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

হাইকোর্ট থেকে জামিন পেলেন জি.কে শামীম – জানেন না রাষ্ট্রপক্ষ !

প্রভাতী ডেস্ক: যুবলীগের বহিষ্কৃত নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম অস্ত্র মামলায় হাইকোর্ট থেকে ৬ মাসের জামিন পেয়েছেন। তবে তার জামিনের বিষয়ে জানে না রাষ্ট্রপক্ষ। গত ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন নেন তিনি।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুর রহমান খান জানান, তিনি জামিনের বিষয়ে কিছুই জানেন না। আগামীকাল রোববার এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যাবে তিনি জামিন কীভাবে পেলেন।

উল্লেখ্য, ক্যাসিনোবিরোধী অভিযানের মধ্যে ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর গুলশানের নিকেতনে শামীমের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায় র‌্যাব। ওই ভবন থেকে নগদ প্রায় ২ কোটি টাকা, পৌনে ২০০ কোটি টাকার এফডিআর, ৮টি আগ্নেয়াস্ত্র ও মদ পাওয়া যায়। তখন শামীম ও তার ৭ দেহরক্ষীকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাদের বিরুদ্ধে গুলশান থানায় ৩টি মামলা করে র‌্যাব। এর মধ্যে অস্ত্র ও মুদ্রা পাচার মামলায় সবাইকে আসামি করা হলেও মাদক আইনের মামলায় শুধু শামীমকে আসামি দেখানো হয়। প্রত্যেক মামলাতেই তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print