প্রভাতী ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ৩টি ওয়ার্ডে কাউন্সিলর পদে নিজেদের প্রার্থী পরিবর্তন করলো বিএনপি। শেষ সময়ে তাদের প্রয়োজনীয় কাগজপত্রে বিএনপির আইনজীবীরা সমস্যা পেয়ে প্রার্থী পরিবর্তনের পরামর্শ দিলে এই পরিবতর্ন আনা হয় বলে জানান নগর বিএনপির নেতারা।
নতুন ৩ প্রার্থী হলেন- ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডে নগর যুবদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আজিজুল হক মাসুম, ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি নুর মোহাম্মদ লেদু এবং ৩৩ নম্বর ফিরিঙ্গি বাজার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুর রহমান রিপন।
উল্লেখ্য, বিএনপি থেকে এর আগে ১৮ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, ৩২ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর এবং ৩৩ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার খাঁনকে মনোনয়ন দেওয়া হয়েছিল।