শুক্রবার, ৯ই মে ২০২৫ খ্রিস্টাব্দ

শুক্রবার, ৯ই মে ২০২৫ খ্রিস্টাব্দ শুক্রবার, ৯ই মে ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জিলকদ ১৪৪৬ হিজরি

চট্টগ্রামের মিরসরাইতে দেড় কোটি টাকার ইয়াবাসহ এস আই আটক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের মিরসরাই বারৈয়াহাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবুল বাশার নামে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে র্যাব-৭। শনিবার সকাল ৯টার দিকে ফেনী ক্যাম্পের কমান্ডার শাফায়াত জামিল ফাহিমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। জব্দকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।

আটক আবুল বাশার বাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশে কর্মরত রয়েছেন বলে জানা গেছে। তিনি কুমিল্লা জেলার দেবিদ্বার এলাকার আবদুল হামিদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার নুরুজ্জামান বলেন,গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ক্যাম্পের কমাণ্ডার স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিমের নেতৃত্বে র্যাবের একটি দল মিরসরাইয়ের বারৈয়ারহাট এলাকায় অভিযান চালায়। এসময় ইয়াবাসহ আবুল বাশারকে আটক করা হয়। তার কাছ থেকে প্রায় ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

ফেনী ক্যাম্পের কমাণ্ডার স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম বলেন, পুলিশের এ কর্মকর্তা গত ২৬ মার্চ কুমিল্লার শশীদালে মদসহ একবার ধরা পড়েছিলেন। সেই ঘটনায় তাঁকে ডিবির দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছিল, যা এখনো চলমান। এর মধ্যেই আবার আজ ইয়াবাসহ আটক হয়েছেন তিনি। এই চালানে তাঁর কাছে ৩০ হাজারের মত ইয়াবা পাওয়া গেছে। ইয়াবাগুলো কক্সবাজারের টেকনাফ থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন তিনি। এ ঘটনায় জোরারগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হবে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print