প্রভাতী ডেস্ক: চট্টগ্রামের ঐতিহ্যবাহী হোটেল জামান এন্ড বিরানী হাউস এর প্রতিষ্ঠাতা ও সত্ত্বাধিকারী বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মো. জামান ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (২রা জানুয়ারী) ভোর ৫ টায় নগরীর আল ফালাহ গলিস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
তিনি দুই ছেলে ও তিন মেয়ে এবং নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তাঁর ছোট ছেলে ছোটন জামান জানান, আজ (২ জানুয়ারী) বৃহস্পতিবার দুই নম্বর গেট শেখ ফরিদ জামে মসজিদ প্রাঙ্গনে বাদ আসর মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।
মরহুম আলহাজ্ব মো. জামানের গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা এলাকায়। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন রাউজানের সাংসদ আলহাজ্ব ফজলে করীম এমপি, উপজেলা চেয়ারম্যান এহসানুল হক বাবুল, চট্টগ্রাম হোটেল মালিক সমিতির নেতৃবৃন্দ।