
প্রভাতী ডেস্ক: না ফেরার দেশে চলে গেলেন চট্টগ্রাম জেলার চুনতির সন্তান এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোঃ জয়নুল আবেদীন বীর বিক্রম পিএসসি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন), আজ ১৭ ই ডিসেম্বর ২০১৯ ইং মঙ্গলবার বাংলাদেশ সময় অনুমানিক বিকাল সাড়ে পাঁচটার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিকে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রেরিত এক বিবৃতিতে এ শোক জানান তিনি।