রবিবার, ১৩ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ

রবিবার, ১৩ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ রবিবার, ১৩ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার উপদেষ্টা কবির মুরাদ আর নেই !

প্রভাতী ডেস্ক: জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মাগুরা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও কলামিস্ট কবির মুরাদ আর নেই ( ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। তিনি জানান, কবির দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে ভুগছিলেন। সম্প্রতি গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর ল্যাবএইডে ভর্তি করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়।

তার মরদেহ বর্তমানে বিএসএমএমইউ’র মর্গে আছে। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজা শেষে তাকে মাগুরার নিজ এলাকায় দাফন করা হবে বলেও জানান দিদার।

২০০৯ সালের ডিসেম্বর থেকে ২০১৫ সালের শেষ ভাগ পর্যন্ত মাগুরা জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন কবীর মুরাদ। ২০১৩ সাল থেকে বিভিন্ন সময় সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। এর ফলে একাধিক রাজনৈতিক মামলার আসামিও হন তিনি।

২০১৭ সালের জানুয়ারিতে বিএনপির সহযোগী সংগঠন জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবীর মুরাদকে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করা হয়। সেদিন সম্মেলনের মাধ্যমে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু’র উপস্থিতিতে জিয়া পরিষদের প্রতিনিধিদের সরাসরি ভোটে এবং সর্বসম্মতিক্রমে তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print