রবিবার, ১৩ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ

রবিবার, ১৩ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ রবিবার, ১৩ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম -৮ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী সুফিয়ান !

প্রভাতী ডেস্ক: চট্টগ্রাম-৮ বোয়ালখালী সংসদীয় আসনের উপ নির্বাচনের বিএনপি’র প্রার্থী মনোনীত হলেন আবু সুফিয়ান। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রার্থী হিসেবে চট্টগ্রাম নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ানের নাম ঘোষণা করেন।

চট্টগ্রাম মহানগর বিএনপি সহ-দপ্তর সম্পাদক ইদ্রিস আলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, চট্টগ্রাম -৮ (বোয়ালখালী- চান্দগাঁও -পাঁচলাইশ) আংশিক আসনের উপ-নির্বাচনে বিএনপি থেকে ৩ জন নির্বাচনে লড়তে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

তারা হলেন, বিএনপি নেতা এরশাদ উল্লাহ, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমদ খান ও আবু সুফিয়ান। তাদের ৩জনকে আজ কেন্দ্রে ডাকা হয়। সবার উপস্থিতিতে প্রার্থী হিসেবে আবু সুফিয়ানের নাম ঘোষনা করা হয়।

এ ব্যাপারে ঢাকায় অবস্থানরত বিএনপির প্রার্থী আবু সুফিয়ান মোবাইলে বলেন, আজ বিকালে স্থায়ী কমিটির বৈঠক ছিল। বৈঠকে সিদ্ধান্ত হয় আমাকে মনোনয়ন দেয়ার। পরে মহাসচিব বৈঠক শেষ করে চট্টগ্রাম – আসনের উপ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে আমার নাম ঘোষণা করেন।

উল্লেখ্য-চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও জাসদ নেতা মঈনুদ্দিন খান বাদলের মৃত্যুতে আসনটি শূন্য হওয়ায় নির্বাচন কমিশন আগামী ১৩ জানুয়ারী-২০২০ ইং এ আসনে উপ-নির্বাচনের তারিখ ঘোষনা করে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print