নিজস্ব প্রতিবেদক: গত ২রা অক্টোবর চট্টগ্রাম নগরীর টাইগারপাস মোড়ে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত সরকারী হাজী মোহাম্মদ মহসিন কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোসাদ্দেক হোসেন ফালুর কবর জেয়ারত ও তার পরিবারকে সমবেদনা জানাতে লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নে তার নিজ বাড়িতে যান চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদত হোসেন।
তিনি মরহুম মোসাদ্দেক হোসেন ফালুর কবর জেয়ারত ও দোয়া মাহফিল শেষে মরহুমের
শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে তার বাড়ীতে যান। ডা.শাহাদাত হোসেনের সাথে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। ডা. শাহাদাত হোসেনকে কাছে পেয়ে ফালুর পিতা আমিনুল হক আবেগ প্রবণ হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান কর্মীবান্ধব এই নেতা।
এসময় ডা. শাহাদাত হোসেন বলেন, সড়কে নৈরাজ্য ও বেপরোয়া গাড়ীর কারণে প্রতিদিন অনেক লোক অকালে মৃত্যু বরণ করছে। আর এসবের দায় সরকার কখনো এড়াতে পারে না। কারণ সরকার সমর্থিত বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা এবং মন্ত্রীরা সিন্ডিকেট করে সড়ক পরিবহন ব্যবস্থাকে জিম্মি করে রেখেছে। সড়ক পরিবহন ব্যবস্থাকে তাদের জিম্মিদশা থেকে বের করতে না পারলে আমাদেরকে আরো অনেক মানুষের অকাল মৃত্যু দেখতে হবে। সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে সময়োপযোগী ও বাস্তবসম্মত আইনের প্রয়োজন রয়েছে। কার্যকরী আইন না থাকলে ভূক্তভোগী জনগণ কখনোই ন্যায্য বিচার পাবে না।
উল্লেখ্য, মোসাদ্দেক হোসেন ফালুর বাবা আমিনুল হকের একটি আবেদনের প্রেক্ষিতে মৃত্যুর ২৫দিন পর আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য গত ২৮ অক্টোবর সকাল ১০ টায় লাশ উত্তোলন করা হয়।