
প্রভাতী ডেস্ক: রাজধানী ঢাকার আজিমপুর কবরস্থানের ভেতর জড়িয়ে ধরা অবস্থায় দুই তরুণ-তরুণীর ছবি ভাইরাল হয়েছে। গণমাধ্যমে এ নিয়ে বেশ কিছু খবর প্রকাশিত হওয়ার পরই বিষয়টি ছড়িয়ে পড়ে। নেটিজেনরা মেতে উঠেছেন এই ছবির পক্ষে-বিপক্ষে আলোচনা ও সমালোচনায়। কেউ বলছেন, এই ছবি তরুণদের অবাধ মেলামেশারই চিত্র। কেউ বলছেন, ঘটনা অন্যরকমও হতে পারে। আবু আল বাশার নামে একজন বলেন, ঘটনা সত্যি হলে খুবই দুঃখজনক ব্যাপার। তবে, আবার এমনও হতে পারে তাদের আত্মীয়স্বজন মারা গেছে, তাই আবেগে আপ্লুত হয়ে পড়েছেন। তার এই মন্তব্যের সঙ্গে অনেকেই সহমত জানান।
যদিও, বেশিরভাগ নেটিজেনই তরুণ-তরুণীদের অবাদ মেলামেশা হিসেবে দেখছেন। উম্মে কুলসুম নামের এক নেটিজেন লিখেছেন, ”এইরকম একটা সেন্সিটিভ জায়গায় মানুষই বা কিভাবে এত ‘জঘন্য’ কাজ করতে পারে! কবরস্থান এর পাশ দিয়ে গেলেও তো মানুষের মধ্যে ভয় কাজ করে। আর এরা কবরস্থান এর ভিতরে কি করে এইসব কাজ করে? আল্লাহ তুমি হেদায়েত দান করো আমাদের।”