রবিবার, ১৬ই মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ১৬ই মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ১৬ই মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রমজান ১৪৪৬ হিজরি

এস আলমের নিয়ন্ত্রাধীন ব্যাংকে বিশাল নিয়োগ!

বাংলাদেশের শীর্ষ স্থানীয় শিল্পপতি ও পটিয়ার মানুষের গর্ব শ্রদ্বেয় সাইফুল আলম মাসুদ সাহেব উনার নিয়ন্ত্রণাধীন ব্যাংক সমূহে আবারো বেকার যুবকদের নিয়োগ নিচ্ছেন। আজ সোমবার(১৮নভেম্বর) থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া।

**পটিয়ার প্রার্থীরা ক্যাশ অফিসার,জেনারেল অফিসার, জুনিয়র অফিসার ও পিয়ন পদে আবেদন করতে পারবেন ।

**চন্দনাইশ, আনোয়ারা, বোয়ালখালী,কর্ণফুলী, সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালীর(গন্ডামারা) প্রার্থীরা ক্যাশ অফিসার ও জেনারেল অফিসার পদে আবেদন করতে পারবেন।

আবেদনের পদ্ধতি:

সরাসরি আসাদগঞ্জ এস আলম ভবনে বসানো বক্সে সিভি ড্রপ করতে হবে।

আবেদনের সাধারণ যোগ্যতা:

১. প্রার্থীকে অবশ্যই উপরোক্ত নির্বাচনীএলাকার হতে হবে।
২. পুরুষ ও মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন।
৪. বয়স অনুর্ধ ৩০।

আবেদনের শিক্ষাগত যোগ্যতাঃ

১.পিয়ন পদের জন্য নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এস এস সি পাশ।

২. ক্যাশ অফিসার পদের জন্য নুন্যতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি পাশ।

৩.জেনারেল অফিসার পদের জন্য নুন্যতম শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স, কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।

৪.জুনিয়র অফিসার পদের জন্য নুন্যতম শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স পাশ। তন্মধ্যে গ্রেড ৫ স্কেলের পরীক্ষাগুলোতে (এস এস সি,এইচ এস সি) ন্যুনতম ৪ এবং গ্রেড ৪ এর স্কেলে পরীক্ষাগুলোতে(ডিগ্রী ও মাস্টার্স) নুন্যতম ৩ থাকতে হবে।

সংযুক্তিঃ
১. সমস্ত শিক্ষাগত যোগ্যতা সনদের  ফটোকপি।

২. নিজের ও মা বাবার এন.আই.ডি’র ফটোকপি।

৩. বিশেষ ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার এমপি মহোদয় বা পৌরসভা মেয়রের প্রত্যয়ন পত্র।-বিজ্ঞপ্তি

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print