গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং চট্টগ্রাম মহানগর বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক ও মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আহমেদ উল আলম চৌধুরী রাসেলের রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেছে চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদল ।
৭ই নভেম্বর (বৃহস্পতিবার) বাদে আছর আমানত শাহ (রা:) মাজারে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এড. এস এম ইকবাল, সাবেক সহ-সভাপতি এড. সফিকুর রহমান সফিক, সাবেক সাধারন সম্পাদক এড. দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক মো:আলমগীর, সহ-সভাপতি এড. ইকবাল হোসেন, সহ-সভাপতি এসলাহ উদ্দীন সুমন, দপ্তর সম্পাদক কাউছার হোসেন, ছাত্রদল নেতা মো: শামসুল হুদা ফাহিম, আবদুছ সবুর, আবুল কাসেম, এম.জিয়াউল হক, মনির হোসেন, তাজুল ইসলাম, আব্দুল মান্নানসহ আরো বিভিন্ন অঙ্গ ওও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। –বিজ্ঞপ্তি