প্রভাতী ডেস্ক: যারা পশু-পাখি পালন করে তারা তাদের পশু-পাখিগুলোকে এক একটি নাম দিয়ে থাকেন। নামগুলো মানুষ কিংবা অন্য কিছুর সাথে মিলে যায়। এই বারের ঈদে নজর কাড়া ছিল ১৪০০ কেজি ওজনের নজর কাড়া গরু “বস”। ৭আগষ্ট বুধবার বস বিক্রি হয়েছে ৩৭ লক্ষ টাকায়। যা অতীতের সব রেকর্ড অতিক্রম করেছে। এই গরুটি আমেরিকান ব্রাহ্মণ জাতের। এটি আনা হয়েছিলো ভারত থেকে।
গরুটি লালন-পালন করেছেন রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার সাদিক এগ্রো খামারের মালিক ইমরান হোসাইন। গরুটি কিনেছেন ইসলাম গার্মেন্টসের মালিক শাকির আহমেদ। তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের ভাতিজা। বসকে কিনতে পেরে খুশি শাকির আহমেদ। তিনি জানান ‘আল্লাহর রাস্তায় সর্বোচ্চ উৎসর্গ করার জন্য গরুটি কিনেছি। সবাই দোয়া করবেন।’
খামারি ইমরান জানান, তার খামারে আরো বড় ধরনের গরু বিক্রি হয়েছে। তবে বসই সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে। এর আগে মেসি বিক্রি হয়েছে ২৭ লাখ টাকায়, টাইটানিক ১৭ লাখ ৫০ হাজার টাকায়।
এ খামারে বিক্রির অপেক্ষায় আছে ‘টাইগার’। এর দাম হাঁকা হচ্ছে ২৫ লাখ টাকা। ‘রোজো’র মূল্য হাঁকা হচ্ছে ৩০ লাখ টাকা।