বুধবার, ৪ঠা ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ

বুধবার, ৪ঠা ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ বুধবার, ৪ঠা ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জমাদিউস সানি ১৪৪৬ হিজরি

এক বিন্দু শিশির

নূরনাহার নিপা

তুমি ছিলে এক সীমানায়
চলে গেলে দূর নীলিমায়।
স্বপের ডানায় ডানায় খুঁজি
স্মৃতির মনি কোঠায়।
প্রশান্ত ভরাডুবির মতো ভাঁসছি
প্রশ্নরা ডাকে বার বার,
রঙ্গিন স্বপ্ন গুলো নীবিড় মায়া
কেউ জানে না কখন কি হয়।
তোমার বুকে মাথা রেখে
এক টুকরো সুখ খুজেছি
চাওয়া পাওয়া গুলো সীমিত
তবু ও কেউ কারো নয়।
চোখের কোণে এক বিন্দু শিশির
মনের কোণে এক সিন্দু আবেগ
মরিচীকার দেহটা অকালে পুড়ে
ভালবাসা ক্ষয়ে ক্ষয়ে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print