প্রভাতী ডেস্ক: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হলেন অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শফিকুল ইসলাম। এর আগে তিনি পুলিশ সদর দফতরে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (১৬ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদায়নের কথা জানানো হয়েছে।
একই প্রজ্ঞাপনে ডিআইজি পদমর্যাদার তিনজনকে অতিরিক্ত আইজিপি করা হয়েছে। তাদেরকে প্রমোশন দিয়ে কর্মস্থল বদলি করা হয়েছে। তাদের মধ্যে- শেখ মোহাম্মদ মারুফ হাসানকে নৌ-পুলিশ থেকে পুলিশ স্টাফ কলেজ ঢাকার রেক্টর, চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ঢাকা রেঞ্জ থেকে পুলিশ সদর দফতরে এবং ব্যারিস্টার মাহবুবুর রহমানকে পুলিশ সদর দফতর থেকে হাইওয়ে পুলিশের প্রধান করা হয়েছে।