শনিবার, ১৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

শনিবার, ১৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার, ১৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলো ব্যারিস্টার মওদুদকে

প্রভাতী ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী হাসনা মওদুদ।

বিষয়টি নিশ্চিত করে ব্যারিস্টার মওদুদের ব্যক্তিগত সহকারী মমিনুর রহমান সুজন বলেন, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে অধ্যাপক ডা. চার্লস ত এর অধীনে চিকিৎসা নেবেন মওদুদ আহমদ।

এদিকে ব্যারিস্টার মওদুদের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী হাসনা মওদুদ।

গত ৫ মে বুকে ব্যথা, শ্বাস-প্রশ্বাসে সমস্যাসহ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন ব্যারিস্টার মওদুদ। সেখান থেকেই চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে আজ সিঙ্গাপুরে নেওয়া হলো।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print