নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে ফটো সাংবাদিক
জুয়েল শীলকে লাঞ্ছিত করার ঘটনায় পুলিশের
এ.এস.আই শরীফুলকে প্রত্যাহার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের (উত্তর) উপ-কমিশনার বিজয় বসাক বলেন এ.এস.আই শরীফুল ইসলাম বায়েজিদ বোস্তামি থানায় কর্মরত ছিলেন। ফটোসাংবাদিক জুয়েল শীলকে লাঞ্ছিত করা হয়েছে এ ধরনের একটি অভিযোগ আমরা পেয়েছি।
তাকে প্রত্যাহার করে চট্টগ্রাম পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি বায়েজিদ জোনের সহকারী কমিশনারকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের আলোকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানা গেছে, বুধবার বিকালে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার বালুচরা এলাকায় ফোর এইচ গ্রুপের একটি পোশাক কারখানার শ্রমিকরা এক মহিলা পোশাক কর্মীর আত্মহত্যাকে কেন্দ্র করে বিক্ষোভ করছিলেন। এ সময় বিক্ষোভকারীদের ওপর লাঠি চার্জ করা হচ্ছিল। সেই ছবি ধারণ করতে গেলে প্রথম আলো চট্টগ্রাম ব্যুরোর ফটোসাংবাদিক জুয়েল শীলকে লাঞ্ছিত করা হয়।
ঘটনা সর্ম্পকে জুয়েল শীল সাংবাদিকদের জানান, পুলিশ বিক্ষোভকারী নারী শ্রমিকদের ওপর লাঠিচার্জ করছিল। তিনি ওই ছবি ধারণ করতে গেলে এএসআই শরীফুল ইসলামের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য বাধা দেন। একপর্যায়ে তারা ক্যামেরা কেড়ে নেন এবং সব ছবি ডিলিট করে দেন। এ সময় তার সঙ্গে দুর্ব্যবহারও করা হয়।