Search

রবিবার, ৯ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ৯ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ৯ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি

পটিয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪ আহত ১৭

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের পটিয়ায় মহাসড়কে সৌদিয়া বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৪জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরো অন্তত ১৫জন।

আজ রোববার সকাল ৯টার দিকে পটিয়ার ভেলুয়ার দীঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাতকানিয়ার পুরাণ গড়ের বাসিন্দা মাইক্রোবাস চালক মো: সাকিব (২২), চালকের সহকারী বান্দরবানের বালা ঘাটার বাসিন্দা নাজিম উদ্দিন (১৮), যাত্রী লোহাগাড়ার পদুয়ার বাসিন্দা মো. শাহাজাহান (৫০) ও আনোয়ার হোসেন (৪৮)।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ বি এম মিজানুর রহমান জানান, সকাল ৮টার দিকে সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ৩জন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরো ১জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ৪জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সৌদিয়া পরিবহনের একটি বাস (নং-০২-২৩৫) চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাওয়ার সময় আমিরাবাদ থেকে ছেড়ে আসা হাইয়েছ মাইক্রো বাসটিকে (চট্ট মেট্রো চ-১১-৪৯৫২) ওভারটেক করতে চাইলে এ দুর্ঘটনা ঘটে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print